আকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের কাজিপুরে পূর্ব বিরোধের জের ধরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা আব্দুল আজিজ (২৮) নামে এক যুবককে কৌশলে ডেকে এনে রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে।
কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই ওই যুবককে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা।
আব্দুল আজিজ উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের পুত্র।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার পাঁচগাছী গ্রামের ফরহাদ গংয়ের বাড়িতে বেঁধে রেখে তার ওপর নির্যাতনের ঘটনা ঘটানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ গংয়ের সাথে এক গ্রামের কালাম গংদের বিরোধ চলে আসছিল। বুধবার আব্দুল আজিজ তার আত্মীয় পাঁচগাছী গ্রামের কালামের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন গভীর রাতে তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিজ বাড়িতে নিয়ে রশি দিয়ে বেঁধে নির্যাতন করে ফরহাদ, জামাল ও শাহিন। বৃহস্পতিবার সকালে পুলিশ আসার খবর পেয়ে ওই যুবককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় নির্যাতনকারীরা।
নির্যাতনের শিকার আব্দুল আজিজ জানান,‘ দুদিন পূর্বে ঢাকা থেকে বাড়িতে এসে বুধবার আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। ওরা রাতে এসে জোর করে আমাকে ধরে নিয়ে গিয়ে মারধোর করে খুঁটির সাথে বেঁধে রাখে।
এদিকে নির্যাতনকারী ফরহাদ জানান, ওই ব্যক্তি (আব্দুল আজিজ) আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে ঘরের পেছনে ওৎ পেতে ছিল। এ কারণে তাকে ধরে এনেছি।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান, কালাম ও ফরহাদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আমরা গ্রামবাসীদের নিয়ে বসে তাদের বিরোধ মীমাংসার জন্য শুক্রবার শালিসী বৈঠকের তারিখ দিয়েছি। এর মধ্যে এ ঘটনাটি ঘটেছে। যেটা কখনোই কাম্য নয়।
এদিকে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বৃহস্পতিবার রাত ৯টার দিকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখানে ভিকটিম বা নির্যাতনকারী কাউকেই আমরা পাইনি। এখন পর্যন্ত কোন অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























