ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে প্রকৃতিতে মিশেছে বিরল সংস্কৃতি আর ঐতিহ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মঙ্গোলিয়ার যে স্থানটিতে গেলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, তার নাম আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্ক। পাঁচটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আর সর্ববৃহৎ পটানিন গ্লেসিয়ারের অবস্থান সেখানেই। সমুদ্রপৃষ্ট থেকে ৪ হাজার মিটার উঁচুতে অবস্থান এর। এটি মঙ্গোলিয়ার সর্বোচ্চ এবং সর্ব পশ্চিমের অঞ্চল।

এই পার্কটি কেবল প্রকৃতির লীলাভূমিই নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ এক। পাথরে তৈরি হাজার বছরের পুরনো ভাস্কর্য রয়েছে এখানে। এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশও বটে। এখানে রহস্যময় পাথুরে মানুষ আর সমাধিসহ রয়েছে নমাডিক সংস্কৃতির কিছু বিরল নমুনা।

আরো আছে অপূর্ব সুন্দর লুকানো লেক খোতন এবং খুরগান। শিভেত খাইরখান মাউন্টেন আর ক্রিস্টালের মতো পরিষ্কার নদী আর বিরল বন্যপ্রাণও রয়েছে এখানে।

সুযোগ পেলে মঙ্গোলিয়ার আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্কে যেতে ভুল করবেন না। দেশটির গোটা পশ্চিম এক রোমাঞ্চকর স্থান। এখানকার সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সম্পদ দেখার অভিজ্ঞতাই আলাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার পানি কমার সাথে সাথে জলবাহিত রোগ ছড়িয়ে পড়ছে

যেখানে প্রকৃতিতে মিশেছে বিরল সংস্কৃতি আর ঐতিহ্য

আপডেট সময় ০৩:০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মঙ্গোলিয়ার যে স্থানটিতে গেলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, তার নাম আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্ক। পাঁচটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আর সর্ববৃহৎ পটানিন গ্লেসিয়ারের অবস্থান সেখানেই। সমুদ্রপৃষ্ট থেকে ৪ হাজার মিটার উঁচুতে অবস্থান এর। এটি মঙ্গোলিয়ার সর্বোচ্চ এবং সর্ব পশ্চিমের অঞ্চল।

এই পার্কটি কেবল প্রকৃতির লীলাভূমিই নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের অমূল্য সম্পদ এক। পাথরে তৈরি হাজার বছরের পুরনো ভাস্কর্য রয়েছে এখানে। এটা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশও বটে। এখানে রহস্যময় পাথুরে মানুষ আর সমাধিসহ রয়েছে নমাডিক সংস্কৃতির কিছু বিরল নমুনা।

আরো আছে অপূর্ব সুন্দর লুকানো লেক খোতন এবং খুরগান। শিভেত খাইরখান মাউন্টেন আর ক্রিস্টালের মতো পরিষ্কার নদী আর বিরল বন্যপ্রাণও রয়েছে এখানে।

সুযোগ পেলে মঙ্গোলিয়ার আলতাই তাভান বগদ ন্যাশনাল পার্কে যেতে ভুল করবেন না। দেশটির গোটা পশ্চিম এক রোমাঞ্চকর স্থান। এখানকার সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সম্পদ দেখার অভিজ্ঞতাই আলাদা।