ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

তিন দিন ধরে কলেজছাত্রীর অবস্থান, প্রেমিকের বাবা-মা উধাও

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে; প্রেমিকসহ বাবা-মা উধাও। টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।

ওই মেয়েটিকে দেখেই প্রেমিক ও বাবা-মা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এলাকাবাসীর উদ্যোগে মেয়েটি এখন ওই প্রেমিকের বাড়িতেই প্রেমিকের ফুপা ময়েজ উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে প্রেমিকের বাড়ি উপজেলার কালমেঘা গ্রামে। প্রেমিক শাহরিয়ার শুভ ওই গ্রামের আজাহার আলীর ছেলে। প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সেলিম জানান, ছেলে ও মেয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার একই কলেজে পড়াশোনা করেন। ছয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ছেলেটি রাতের বেলায় ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন। বিয়ের শর্ত দিয়ে ছেলের বাবা মেয়েটির বাড়ি থেকে ছেলেকে ছাড়িয়ে আনেন।

তিনি বলেন, দুই পরিবার মিলে গত ১ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করেন। যথারীতি ওই দিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ছেলের পক্ষ থেকে ১০-১২ জন ওই মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলেও ছেলে ও ছেলের বাবা উপস্থিত না হওয়ায় বিয়ে-রেজিস্ট্রি (কাবিন) হয়নি।

মেয়েটি রোববার মোবাইল ফোনে বলেন, শাহরিয়ার ইফতি ও তার বাবা আমাদের সঙ্গে দুইবার প্রতারণা করেছেন। আমি মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি। বিয়ে হওয়ার আগপর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না। প্রয়োজনে এখানেই মরব।

ছেলেটির বাবা আজহার আলী মোবাইল ফোনে বলেন, মেয়েটি বাড়িতে উঠায় আমার স্ত্রী স্ট্রোক করেছে। তাই আমার স্ত্রীকে নিয়ে আমি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে রয়েছি।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহেলা আক্তার বলেন, মেয়েটিকে তার ফুপার জিম্মায় ছেলের বাড়িতেই রাখা হয়েছে। ছেলের বাবা-মা বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

তিন দিন ধরে কলেজছাত্রীর অবস্থান, প্রেমিকের বাবা-মা উধাও

আপডেট সময় ০৮:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে; প্রেমিকসহ বাবা-মা উধাও। টাঙ্গাইলের সখীপুরে এক কলেজছাত্রী বিয়ের দাবিতে তিন দিন ধরে বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন।

ওই মেয়েটিকে দেখেই প্রেমিক ও বাবা-মা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। এলাকাবাসীর উদ্যোগে মেয়েটি এখন ওই প্রেমিকের বাড়িতেই প্রেমিকের ফুপা ময়েজ উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে প্রেমিকের বাড়ি উপজেলার কালমেঘা গ্রামে। প্রেমিক শাহরিয়ার শুভ ওই গ্রামের আজাহার আলীর ছেলে। প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া মেয়েটির বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিবরিয়া সেলিম জানান, ছেলে ও মেয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার একই কলেজে পড়াশোনা করেন। ছয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে ছেলেটি রাতের বেলায় ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হন। বিয়ের শর্ত দিয়ে ছেলের বাবা মেয়েটির বাড়ি থেকে ছেলেকে ছাড়িয়ে আনেন।

তিনি বলেন, দুই পরিবার মিলে গত ১ ফেব্রুয়ারি বিয়ের দিন ধার্য করেন। যথারীতি ওই দিন মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ছেলের পক্ষ থেকে ১০-১২ জন ওই মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেলেও ছেলে ও ছেলের বাবা উপস্থিত না হওয়ায় বিয়ে-রেজিস্ট্রি (কাবিন) হয়নি।

মেয়েটি রোববার মোবাইল ফোনে বলেন, শাহরিয়ার ইফতি ও তার বাবা আমাদের সঙ্গে দুইবার প্রতারণা করেছেন। আমি মানসম্মান বাঁচাতে বাধ্য হয়ে এ বাড়িতে এসেছি। বিয়ে হওয়ার আগপর্যন্ত আমি এ বাড়ি থেকে যাব না। প্রয়োজনে এখানেই মরব।

ছেলেটির বাবা আজহার আলী মোবাইল ফোনে বলেন, মেয়েটি বাড়িতে উঠায় আমার স্ত্রী স্ট্রোক করেছে। তাই আমার স্ত্রীকে নিয়ে আমি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে রয়েছি।

বহুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রাহেলা আক্তার বলেন, মেয়েটিকে তার ফুপার জিম্মায় ছেলের বাড়িতেই রাখা হয়েছে। ছেলের বাবা-মা বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।