অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জারি করা এই পরোয়ানায় তার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ইমরানকে ১ মিলিয়ন ডলারের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন অব পাকিস্তান (ইসিপি)।
গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইমরানের ব্যক্তিগত সহকারী বাবর আওয়ান পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম দ্য ডন কে বলেছেন, ‘তিনি আদলত এবং নির্বাচন কমিশনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এতদিন দেশের বাইরে ছিলেন। আজই দেশে ফিরেছেন। তিনি অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।
আদেশে ইমরানকে আগামী ২৫ সেপ্টেম্বর মধ্যে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ব্যর্থ হলে তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে। গত মাসে ইমরান খানকে একটি শোকজ নোটিস দিয়েছিল আদালত। ওই নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























