আকাশ জাতীয় ডেস্ক:
চা দোকানির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন সেলিম খান (৩৬)। অবশেষে পুলিশের হাতে এক সহযোগীসহ গ্রেফতার হন তিনি।
তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চায়ের দোকান দিয়ে ব্যবসা করছিলেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকা থেকে ২০০ ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারকৃত সেলিম উপজেলার শ্রীদাম দত্তপাড়ার মৃত ফজলু খানের ছেলে। গ্রেফতার হওয়া তার সহযোগী গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মো. হাবিজাল সরদারের ছেলে রাশেদুল সরদার (৩৭)।
এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের হাউলি কেউটিল এলাকায় নিজামের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদের গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























