আকাশ জাতীয় ডেস্ক:
খুলনার রূপসায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পিতা-পুত্রকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে রোহান শেখ (১৪)-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকালে রূপসার রবের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে এ বিষয়ে রূপসা থানাকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রেজাউল ইসলামের ছেলে রোহান শেখের সাথে কয়েকজন যুবকের সাথে দ্বন্দ্ব হয়। এতে রেজাউল ইসলাম বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দোকানের ভিতরে পিতা-পুত্রকে পিটিয়ে জখম করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























