অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রমনা পার্কের লেক থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পার্কের সিকিউরিটি গার্ডদের মাধ্যমে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, তার মৃত্যুটা রহস্যজনক। মৃতদেহে কালো কালো দাগ রয়েছে। মৃতদেহের পরনে নীল রঙের শার্ট ও প্যান্ট ছিলো। তার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
তিনি জানান, মৃতদেহ ময়না তদন্ত জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 

























