ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

শেখ জামালকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ব্রাজিল-আর্জেন্টিনা যুগলবন্দীতে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

রোববার (৩ জানুয়ারি) তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমান আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে দু’দলই। তবে গোলের ঠিকানা খুঁজে পায় বসুন্ধরা কিংস। দশম মিনিটে পেনাল্টি ডি-বক্সের ডান দিক দিয়ে পাওয়া বলে ক্রস করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেস। সেই ক্রস থেকে বল পেয়ে পায়ের টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার।

২৪ মিনিটের মাথায় কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইর বল পান বসুন্ধরার মাসুক মিয়া জনি। তার জোরালো শট ক্রসবার ঘেষে বেরিয়ে যায়। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় অস্কার ব্রুজোনের দল। পেনাল্টি ডি-বক্সের ভেতরে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করেন জোনাথন। সেই বল গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে ফিরিয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার মোজাম্মেল হোসেন।

প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল শেখ জামাল। ৪২তম মিনিটে সলোমন কিংয়ের পাস থেকে বল পান জামালের ওমর জোবে। বসুন্ধরার গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যের অনেক ওপর দিয়ে বল বাইরে পাঠান এই গাম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বুসন্ধরা।

বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বসুন্ধরা। পেনাল্ট বক্সের ডানদিক দিয়ে সতীর্থের বাড়ানো ক্রস হেড দেন মাহবুবুর রহমান সুফিল। সেই হেড ফিরিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক মামুন খান। ফিরতি বল আবার শট করেন রাউল অস্কার। সেই শট পোস্টে লেগে ফিরে আসে।

৬৮তম মিনিটে আবারও গোলের সুযোগ পান বসুন্ধরার রবসন দি সিলভা রবিনিয়ো। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল গোল পোস্টের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান স্টাইকার। ৭৭ম মিনিটে আরও একটি সুযোগ পান এই ব্রাজিলিয়ান স্টাইকার। তার নেওয়া শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে ৮৭ম মিনিটে বসুন্ধরার জোনাথন বল পেয়ে এগিয়ে নিয়ে যান। কিন্তু শেখ জামালের গোলরক্ষক অনেকটা এগিয়ে এসে তাকে ফাউল করেন। ফলে ফ্রি-কিক পায় বসুন্ধরা। সেই ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেন রোবসন। বাকি সময় দুই দলের জালে সুরক্ষিত থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

সেমিফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী অথবা উত্তর বারিধারা। সোমবার (৪ জানুয়ারি) শেষ চার নিশ্চিতের লড়াইয়ে নামবে এই দুই দল। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

শেখ জামালকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৮:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ব্রাজিল-আর্জেন্টিনা যুগলবন্দীতে ভর করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

রোববার (৩ জানুয়ারি) তৃতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে ২-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমান আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে দু’দলই। তবে গোলের ঠিকানা খুঁজে পায় বসুন্ধরা কিংস। দশম মিনিটে পেনাল্টি ডি-বক্সের ডান দিক দিয়ে পাওয়া বলে ক্রস করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেস। সেই ক্রস থেকে বল পেয়ে পায়ের টোকায় বল জালে পাঠান আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার।

২৪ মিনিটের মাথায় কর্নার থেকে পেনাল্টি বক্সের বাইর বল পান বসুন্ধরার মাসুক মিয়া জনি। তার জোরালো শট ক্রসবার ঘেষে বেরিয়ে যায়। ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় অস্কার ব্রুজোনের দল। পেনাল্টি ডি-বক্সের ভেতরে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে চিপ করেন জোনাথন। সেই বল গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে ফিরিয়ে দেন শেখ জামালের ডিফেন্ডার মোজাম্মেল হোসেন।

প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল শেখ জামাল। ৪২তম মিনিটে সলোমন কিংয়ের পাস থেকে বল পান জামালের ওমর জোবে। বসুন্ধরার গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যের অনেক ওপর দিয়ে বল বাইরে পাঠান এই গাম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বুসন্ধরা।

বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বসুন্ধরা। পেনাল্ট বক্সের ডানদিক দিয়ে সতীর্থের বাড়ানো ক্রস হেড দেন মাহবুবুর রহমান সুফিল। সেই হেড ফিরিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক মামুন খান। ফিরতি বল আবার শট করেন রাউল অস্কার। সেই শট পোস্টে লেগে ফিরে আসে।

৬৮তম মিনিটে আবারও গোলের সুযোগ পান বসুন্ধরার রবসন দি সিলভা রবিনিয়ো। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল গোল পোস্টের ওপর দিয়ে মারেন ব্রাজিলিয়ান স্টাইকার। ৭৭ম মিনিটে আরও একটি সুযোগ পান এই ব্রাজিলিয়ান স্টাইকার। তার নেওয়া শটটি কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।

ম্যাচের শেষ দিকে ৮৭ম মিনিটে বসুন্ধরার জোনাথন বল পেয়ে এগিয়ে নিয়ে যান। কিন্তু শেখ জামালের গোলরক্ষক অনেকটা এগিয়ে এসে তাকে ফাউল করেন। ফলে ফ্রি-কিক পায় বসুন্ধরা। সেই ফ্রি-কিক থেকেই গোল আদায় করে নেন রোবসন। বাকি সময় দুই দলের জালে সুরক্ষিত থাকলে জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

সেমিফাইনালে বসুন্ধরার প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ঢাকা আবাহনী অথবা উত্তর বারিধারা। সোমবার (৪ জানুয়ারি) শেষ চার নিশ্চিতের লড়াইয়ে নামবে এই দুই দল। এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনী।