আকাশ জাতীয় ডেস্ক:
খুলনায় চরমপন্থী দল ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। নিহত ওই ব্যক্তির নাম মোল্লা হেমায়েত হোসেন লিপু (৪৫)।
শুক্রবার রাত সাতটায় তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। লিপু কিছুদিন আগেই পাবনায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি চরমপন্থী দল বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে তাজপুর গ্রামের গরুর হাট এলাকায় কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন লিপু। এ সময় দুইটি মোটর সাইকেলযোগে চার পাঁচজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















