আকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুরে কাজল বেগম (৩৪) নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার রাতে পৌরসভার মধুপুর গ্রামে জমি কিনতে পিতার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে এ ঘটনা ঘটিয়েছে।
গুরুতর আহত ওই গৃহবধূকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার আহত গৃহবধূর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রায় ১৮ বছর আগে ফরিদগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে কাজল বেগমের সঙ্গে রায়পুর উপজেলার সোনা মিয়া বেপারীবাড়ির রফিক উল্যার ছেলে শরীফ হোসেনের সঙ্গে বিয়ে হয়।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য তাকে প্রায়ই মারধর করত। সম্প্রতি একটি জায়গা কিনবে বলে কাজলকে তার পিতার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য অব্যাহত চাপপ্রয়োগ করে আসছিল। রোববার রাত ১০টার দিকে টাকা এনে দিতে গালমন্দ করলে নিরুপায় কাজল টাকা আনতে অপারগতা জানান।
এ সময় ঘরের দরজায় তালা মেরে শ্বশুর রফিক উল্যা, দেবর আরিফ, শাশুড়ি মানসুরা বেগম ও ননদ শেফালী বেগম মারধর শুরু করে। এক পর্যায়ে টেনেহিঁচড়ে ঘরের বাইরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটাতে থাকে। এলাকাবাসী রাত ৩টার দিকে গৃহবধূকে উদ্ধার করে তার পিতার বাড়িতে খবর দেয়। সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেন গৃহবধূর ভাই।
প্রতিবেশী জুয়েল জানান, এ ঘটনার আগেও একাধিকবার কাজল বেগমকে তালাক দেয়ার হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করা হয়। এ নিয়ে একাধিক সালিশ-দরবার হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, নির্যাতিতা নারীর ভাই বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























