অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়ন নিগুরকান্দা জিটকা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকিউর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে। নিহত যুবকের লাশ সুরতহাল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 
























