অাকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন। সোমবার মিরপুরে এমনটাই বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
আগের দিন ছয় মাসের জন্য টেস্ট থেকে বিশ্রাম চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের পর ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেও পাওয়া যেত না তাকে। তবে বিসিবি তাকে শুধু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিশ্রাম দিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























