ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের নিকলীতে প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে রাতুল ওরফে তোতা মিয়া (১৮) এক এসএসসি পরীক্ষার্থী। উপজেলার ছাতিরচর গ্রামে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

রোববার সকালে হাওরের একটি হিজল গাছের ডালের সঙ্গে রশিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাতুল ওরফে তোতা মিয়া ছাতিরচর গ্রামের কাদির মিয়ার ছেলে। সে ছাতিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সকালে গাছের ডালের সঙ্গে বাঁধা রশিতে ওই কিশোরের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ সময় রাতুলের ফেসবুক আইডিতে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়।

ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে সে লেখে- ‘আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। মেয়েটি আমার জন্য অনেক কষ্ট করছে, তার মা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে কিন্তু তার বাবা সম্পর্কটা মানেন না। সব পরিবারের ইচ্ছা থাকে ভালো টাকা-পয়সা এবং বড় ঘর দেখে বিয়ে দিতে তাদের মেয়েকে, কিন্তু আমার শুধু ভালোবাসা আছে আর কিছুই নাই। শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না। তাই আমি তিন বছরের সময় নিয়েছিলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য।’

ওই স্ট্যাটাসে সে আরও উল্লেখ করে- ‘তার বাবা তাদেরকে সংসার থেকে বের করে দিয়েছে। তার বাবা আবার দুইটি বিবাহ করেছেন; তিনি বলেছেন- আমাকে ভুলে গেলে তাদেরকে মেনে নিবেন, শুধু আমার জন্য এ রকম হয়েছে। তার মা-ভাই-বোন সবাই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তার মাও আমাদের সম্পর্কটা একবার মানে আরেকবার না করে। আমি তাদের কথামতো আমার বাড়ি থেকে বিবাহের জন্য পাঠিয়েছিলাম। সবাই হয়তো হাসতে পারেন যে, এত কম বয়সে বিয়া। কিছুই করার ছিল না, আমার ভালোবাসার মানুষটিকে পেতে হবে। মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করেছে। আর ওর মা স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমারই জন্য। তাই আমি চাই আমার জন্য তারা আর কষ্ট না করুক। আর ভালো একটা ছেলে দেখে আপনাদের মেয়েকে বিয়া দিবেন। একটা কথা মনে রাখবেন ভাত-কাপড়ের অভাবে মানুষ মরে না। মরে তো অমানুষের অত্যাচারে। মেয়েটাকে কেউ কিছু বলবেন না। কিছু কিছু সময় নিজেকেই সরে যেতে হয় ভালোবাসার মানুষটিকে ভালো রাখার জন্য।’

নিকলী থানার ওসি মো. সামসুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে ব্যতিক্রম কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসকে সুইসাইড নোট হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিশোরের আত্মহত্যা

আপডেট সময় ১১:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের নিকলীতে প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে রাতুল ওরফে তোতা মিয়া (১৮) এক এসএসসি পরীক্ষার্থী। উপজেলার ছাতিরচর গ্রামে রোববার ভোরে এ ঘটনা ঘটে।

রোববার সকালে হাওরের একটি হিজল গাছের ডালের সঙ্গে রশিতে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

রাতুল ওরফে তোতা মিয়া ছাতিরচর গ্রামের কাদির মিয়ার ছেলে। সে ছাতিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সকালে গাছের ডালের সঙ্গে বাঁধা রশিতে ওই কিশোরের লাশ ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ সময় রাতুলের ফেসবুক আইডিতে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া যায়।

ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে সে লেখে- ‘আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। মেয়েটি আমার জন্য অনেক কষ্ট করছে, তার মা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে কিন্তু তার বাবা সম্পর্কটা মানেন না। সব পরিবারের ইচ্ছা থাকে ভালো টাকা-পয়সা এবং বড় ঘর দেখে বিয়ে দিতে তাদের মেয়েকে, কিন্তু আমার শুধু ভালোবাসা আছে আর কিছুই নাই। শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না। তাই আমি তিন বছরের সময় নিয়েছিলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য।’

ওই স্ট্যাটাসে সে আরও উল্লেখ করে- ‘তার বাবা তাদেরকে সংসার থেকে বের করে দিয়েছে। তার বাবা আবার দুইটি বিবাহ করেছেন; তিনি বলেছেন- আমাকে ভুলে গেলে তাদেরকে মেনে নিবেন, শুধু আমার জন্য এ রকম হয়েছে। তার মা-ভাই-বোন সবাই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তার মাও আমাদের সম্পর্কটা একবার মানে আরেকবার না করে। আমি তাদের কথামতো আমার বাড়ি থেকে বিবাহের জন্য পাঠিয়েছিলাম। সবাই হয়তো হাসতে পারেন যে, এত কম বয়সে বিয়া। কিছুই করার ছিল না, আমার ভালোবাসার মানুষটিকে পেতে হবে। মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করেছে। আর ওর মা স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমারই জন্য। তাই আমি চাই আমার জন্য তারা আর কষ্ট না করুক। আর ভালো একটা ছেলে দেখে আপনাদের মেয়েকে বিয়া দিবেন। একটা কথা মনে রাখবেন ভাত-কাপড়ের অভাবে মানুষ মরে না। মরে তো অমানুষের অত্যাচারে। মেয়েটাকে কেউ কিছু বলবেন না। কিছু কিছু সময় নিজেকেই সরে যেতে হয় ভালোবাসার মানুষটিকে ভালো রাখার জন্য।’

নিকলী থানার ওসি মো. সামসুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে ব্যতিক্রম কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওই শিক্ষার্থীর ফেসবুক স্ট্যাটাসকে সুইসাইড নোট হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।