অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরে ফেইক ফেসবুক ব্যবহারকারী প্রতারক চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি ও লালপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
গ্রেফতারকৃতরা ১৮ থেকে ২৫ বছর বয়সী বলে জানায় পুলিশ। তারা হলো লালপুর উপজেলার নাগশোষা গ্রামের ফজলুল হকের ছেলে মেহেদী হাসান ওরফে আশিক (২৪), একই গ্রামের মর্জেম হোসেনের ছেলে আসাদুল ইসলাম(২৫), মফিজ উদ্দিনের ছেলে নাজমুল হক (১৮), বাবর আলী বাবুর ছেলে সাগর আহম্মেদ (১৮), জালাল উদ্দিন সরদারের ছেলে শিমুল হোসেন (২৬), আব্দুল হান্নান মোল্লার ছেলে জুয়েল রানা (২৪), সামসুল হকের ছেলে শাহাদৌলা ইসলাম ওরফে শাহাদুল্লাহ (২২), মহরকয়া পুর্বপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে লিখন (২২) , মহরকয়া থান্দারপাড়া গ্রামের আব্দুল মজিদ থান্দারের ছেলে হাবিবুর রহমান ওরফে জুয়েল (২৫) এবং মহরকয়া ডাঙ্গাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মুহাইমিনুল ওরফে আবির (২৪) ও একই গ্রামের জমির উদ্দিনের ছেলে লালন উদ্দিন (২২)।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, এই চক্রটি নাটোরের লালপুর এলাকায় গত দু’বছর ধরে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে বিডি কল গার্ল, হট ইমো কল গার্ল, বিডি কিউট গার্ল প্রভৃতি নামে ফেইক ফেসবুক পেজ ব্যবহার করে আসছে। ওই পেজে সুন্দরী নারীদের ছবি দেখিয়ে এবং তাদের নামে বিভিন্ন কমেন্টের মাধ্যমে একে অপরের মোবাইল নম্বর আদান প্রদান করে। নম্বর আদান প্রদানের পর তারা মোবাইল ফোনে ম্যাজিক ভয়েস এর মাধ্যমে কণ্ঠস্বর পরিবর্তন করে ফোন সেক্স, ভিডিও সেক্স করে থাকে। পরে তারা দেখা করার কথা বলে ইমোশনাল ব্লাকমেইল করে বিভিন্ন জনের কাছে থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এক্ষেত্রে তাদের বেশি টার্গেট ছিল প্রবাসীদের ওপর।
বিষয়টি জানতে পেরে লালপুর থানা ও ডিবি পুলিশ অনুসন্ধান চালিয়ে শুক্রবার লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেসব্রিফিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল হাসনাত, সহকারী পুলিশ সুপার মোঃ ফয়জুর আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা মোঃ আব্দুল হাই, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 
























