অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া নামক স্থানে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মিনু খাতুন (৫) নামের এক শিশু মারা গেছে। সে ঝাউদিয়া গ্রামের আলহাজ্ব মিয়ার মেয়ে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে একটি অটোরিকশা যোগে মিনু যাচ্ছিল। এ সময় ঝাউদিয়া নামক স্থানে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অটোরিকশার মধ্যে থাকা মিনু খাতুন ঘটনাস্থলেই মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 
























