অাকাশ জাতীয় ডেস্ক:
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে এখানে রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। এখন তা বাস্তবায়ন হচ্ছে। শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার রামুর বাইপাস ফুটবল চত্বরে আয়োজিত পথসভায় সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কথা রেখেছেন। আগামী নির্বাচনে এখানকার ৪টি আসনে নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিন। এছাড়া আগামী ২-৩ মাসের মধ্যে দোহাজারি-কক্সবাজার-রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণকাজ শুরু হবে।
তিনি আরো বলেন, যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ন্যায্য অর্থ দ্রুত হস্তান্তর করা হবে। ইতোমধ্যে অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত অর্থ জেলা প্রশাসকের কাছে জমা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















