অাকাশ জাতীয় ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, টেকনাফে আড়াই হাজার একর জায়গা চিহ্নিত করে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মানবিক দিক বিবেচনা করে সাময়িকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে।
শনিবার কক্সবাজারের টেকনাফে নিবন্ধিত নয়াপাড়া শরানার্থী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শনে গিয়ে কমিউনিটি সেন্টারে আশ্রয় নেওয়া নতুন রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।
তিনি বলেন, আশ্রিত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে । এছাড়া ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে এসে নিন্ধনের আওতায় আনা হবে। মিয়ানমারে পরিস্থিতি স্বভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো হবে।
তিনি আরও বলেন, সীমান্ত পাড়ি দিয়ে ইতিমধ্যে কী পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তার কোনো সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় তিন লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 





















