অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই সরকার পরের শক্তি নিয়ে ক্ষমতায় আছে, জনগণের শক্তি নেই তাদের সঙ্গে। এছাড়া সরকার কূটনৈতিক রাজনীতিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। শনিবার জাতীয় প্রেসক্লাবে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা বারবার অতিক্রম করলেও সরকার দায়সারা প্রতিবাদলিপি দিয়ে কর্তব্য শেষ করছে। এতে বোঝা যায় সরকার কূটনৈতিক রাজনীতিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন করছে, কিন্তু সরকার চুপ করে বসে আছে। মিয়ানমারকে সরকার কোনো চাপ দিচ্ছে না। সরকার নিজ দেশের লোককে হত্যা করতে পারে, বাইরে কোনো দেশ আক্রমণ করলে কিছুই করতে পারে না।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 





















