অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গর্ভযন্ত্রণায় ছটফট করতে থাকা এক তরুণী সিজারিয়ান ডেলিভারি করার জন্য হাতজোড় করে কাকুতি মিনতি করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নিকট। কিন্তু এই অনুরোধে কান দেয়নি স্বামী, শ্বশুরবাড়ির লোকজন। অবশেষে আত্মহত্যার পথ বেচে নেন তিনি।
ইউটিউবে ছড়িয়ে পড়েছে দুর্ভাগা ওই চীনা তরুণীর ভিডিও। গর্ভযন্ত্রণায় ছটফট করা মেয়েটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর সন্তানের মাথা খুব বড় হওয়ায় যন্ত্রণা হচ্ছিল মারাত্মক রকম। পরিত্রাণ পেতে সিজারিয়ান ডেলিভারি করতে দেওয়ার জন্য শ্বশুরবাড়ির পরিবারের লোকদের হাতে পায়ে ধরছিলেন তিনি।
চীনে নিয়ম হলো- সিজারিয়ান ডেলিভারির জন্য পরিবারের অনুমতি লাগে, যাঁর সন্তান হবে তিনি কী চান তা গুরুত্বহীন। তাই মেয়েটি বাড়ির সবার কাছে নিজের অবস্থার কথা বলে বারবার বোঝাতে চেষ্টা করছিলেন কেন তাঁর সিজারিয়ান ডেলিভারি জরুরি।
কিন্তু চেষ্টা করে লাভ হয় না। তাঁর অনুরোধে কান দেয়নি কেউ। য্ন্ত্রণায় কুঁকড়ে যাওয়া মেয়েটির অবস্থা দেখেও স্বামী, শ্বশুরবাড়ি অনড় থাকে নর্মাল ডেলিভারিতেই। পরে কষ্ট সইতে না পেরে মেয়েটি অবশেষে খুঁজে নেন আত্মহত্যার পথ। হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি। মুহূর্তে পেটের বাচ্চা শেষ। তিনিও।
আকাশ নিউজ ডেস্ক 

























