অাকাশ স্পোর্টস ডেস্ক:
শুক্রবার রাতে ফ্লাশিং মেডোয় অনুষ্ঠিত সেমিফাইনালে হুয়ান মার্টিন দেল পোর্তোকে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে গেছেন নাদাল। প্রথম সেটে হেরে গেলেও পরের তিন সেট টানা জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি।
সম্ভাবনা ছিল রজার ফেদেরারের সঙ্গেই হয়তো সেমিফাইনালে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল। কিন্তু সেমির আগেই ছিটকে গিয়েছিলেন সুইস তারকা ফেদেরার। যে কারণে আরও একবার গ্র্যান্ড স্লাম লড়াইয়ে মুখোমুখি হলেন না টেনিসের এই কিংবদন্তি জুটি। ফেদেরার বিদায় নিলেও নাদাল ঠিকই পৌছে গেলেন ইউএস ওপেনের ফাইনালে।
তৃতীয় ইউএস ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে রোববার আবারও ফ্লাশিং মেডোয় নামবেন এই স্প্যানিশ তারকা। সে সঙ্গে লড়াই হবে নিজের ক্যারিয়ারের ১৬তম গ্র্যান্ড স্লাম জয়েরও।
ফাইনালে নাদাল মুখোমুখি হবেন ২৮তম বাছাই, দক্ষিণ আফ্রিকার কেভিন এন্ডারসনের। সেমিফাইনালে ১২তম বাছাই পাবলো ক্যারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারেরমত কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন অ্যান্ডারসন।
আকাশ নিউজ ডেস্ক 
























