ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হলে চাই সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ: ড. আতিউর

অাকাশ জাতীয় ডেস্ক:

“মাত্রাতিরিক্ত ঋণ সরবরাহ ঠেকানো, সকল সেবাদাতাদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আর্থিক সেবা খাতকে নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। তবে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা করলে তা আর্থিক অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ফল স্বরূপ পুরো অর্থনীতিই অস্থিতিশীল হয়ে পড়তে পারে।” ০৮ সেপ্টেম্বর শুক্রবার মালয়শিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলোর নেটওয়ার্ক এসইএসিইএন-এর আয়োজনে ওএমএফআইএফ পলিসি সামিটে মূল নিবন্ধ উপস্থাপনের সময় কথাগুলো বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এসইএসিইএন-এর নির্বাহী পরিচালক ড. হ্যান্ড গেনবার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড মেয়েস। ড. আতিউর বলেন সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় উন্নত দেশগুলোতে আর্থিক সেবা খাতে দুর্বল নিয়ন্ত্রণের কারণে পুরো অর্থনীতিই বিপর্যয়ের মুখে পড়েছিলো। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের মতো বেশ কিছু উন্নয়নশীল অর্থনীতির দেশে আর্থিক অন্তর্ভুক্তির এক নীরব বিপ্লব ঘটে গেছে।

ড. আতিউর আরও বলেন নিয়ন্ত্রণের সাথে আর্থিক অন্তর্ভুক্তির সম্পর্ক বৈরি নয়, বরং কার্যকর নিয়ন্ত্রণ করা গেলে তা আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহায়কই হয়। যেমন আফ্রিকায় কেনিয়া ও তানজানিয়াতে নিয়ন্ত্রক সংস্থার সুবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে মোবাইল-ফোনভিত্তিক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে ছোট সেবাদাতাদের তুলনায় বেশি সুবিধা দেয়ার ফলে সেখানে আর্থিক অন্তর্ভুক্তি বাঁধাগ্রস্ত হচ্ছে (মাত্র ৩৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক ইন্দোনেশিয় নাগরিকের আনুষ্ঠানিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে একাউন্ট আছে)।

ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন যে দেশটিতে আধার কার্ড চালু করার ফলে সকল শ্রেণীর (বিশেষত নিম্ন আয়ের) গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য এখন খুব সহজেই আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণের ফলে সেখানে আর্থিক সংযুক্তির উন্নতি ঘটছে।

বাংলাদেশে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের ভুমিকা আলোচনা করতে গিয়ে ড. আতিউর বলেন, বাংলাদেশ এক্ষেত্রে ‘কাজ করতে করতে শেখা’র কৌশল অনুসরণ করেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গতানুগতিক ধারার বাইরে চিন্তা-ভাবনাকে উৎসাহিত করা হয়েছে। নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এবং স্টেকহোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কৃষি উন্নয়ন, এসএমই অর্থায়ন, নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, এজেন্ট ব্যাংকিং, বর্গাচাষিদের জন্য ঋণ কর্মসূচি, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এবং সবুজ অর্থায়ন ইত্যাদি উদ্যোগের মাধ্যমে উৎপাদনমুখি খাতে অর্থ প্রবাহ নিশ্চিত করে অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে চেষ্টা করেছে। এর ফলে আগে আার্থিক সেবার আওতার বাইরে ছিলেন বা কম সেবা পেতেন এমন গ্রাহকদের পুরো মাত্রায় অন্তর্ভুক্ত করা গেছে। এতে করে বৈশ্বিক মন্দা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা গেছে এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক বিশ্ব মন্দার কারণে সারা বিশ্বেই আর্থিক খাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়াকড়ি বেড়েছে এবং অনেক ক্ষেত্রেই আর্থিক সেবা খাতের মানবিক দিকগুলো বিবেচনার বাইরে থেকে গেছে বলে ড. আতিউর মনে করেন। উন্নত বিশ্বের দেশগুলোতে দেউলিয়া হতে বসা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিদ্রুত বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করে মন্দা পরিস্থিতি আপাতত সামাল দেয়া গেলেও স্থায়িত্বশীল কোন সমাধানে এখনও পৌঁছানো সম্ভব হয়নি।

অন্যদিকে বাংলাদেশ সহ বেশ কিছু উন্নয়নশীল দেশে তাড়াহুড়া না করে অল্প পরিমাণে অর্থ পৌঁছে দেয়া হয়েছে প্রান্তিক গ্রাহকদের কাছে। উন্নত বিশ্বের ‘হেলিকপ্টার’ দিয়ে দ্রুত বিপুল পরিমাণ টাকা পাঠানোর কৌশলের চেয়ে উন্নয়নশীল দেশগুলোর ‘গরুর গাড়ি’তে করে ধীরে ধীরে অল্প পরিমাণ টাকা পাঠানোর কৌশলকেই বেশি কার্যকর মনে হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে ছোট-বড় সব অর্থনীতিতে আর্থিক খাত নিয়ন্ত্রণে একই নীতি বা কৌশল প্রয়োগ করা যাবে না। নিয়ন্ত্রণ করতে হবে সামঞ্জস্যপূর্ণ কৌশলে। নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানগুলোকে এমন নীতি তৈরি করতে হবে যাতে করে ঝুঁকির পরিমাণের সমানুপাতিকভাবে আর্থিক সেবা খাতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

সর্বোপরি এটাও মনে রাখতে হবে শতকরা এ কশো ভাগ সঠিক হওয়া সম্ভব নয় কখনোই। যদি আমরা ভাবি যে কখনোই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়নের মতো ঘটনা ঘটবে না তবে তা হবে বোকামী। বরং আমাদের উদ্দেশ্য হওয়া উচিৎ আর্থিক অন্তর্ভুক্তি যাতে বাঁধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়ন ঠেকানোর নীতিমালার কার্যকর বাস্তবায়ন। পাশাপাশি আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ড. আতিউর আরও বলেন নিত্য নতুন প্রযুক্তির উদ্ভব ও ব্যাপকভিত্তিক ব্যবহারের ফলে যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সেগুলো মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় মানব সম্পদ উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বিশেষ মনযোগ দিতে হবে। সবশেষে তিনি বলেন ব্যাংকিং খাতের জন্য মানব সম্পদ উন্নয়নের প্রক্রিয়াটিকে যথা সম্ভব মানবিক হতে হবে। তাহলে আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে ব্যাংক কর্মকর্তারা ইতিবাচক মনোভাব পোষণ করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হলে চাই সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ: ড. আতিউর

আপডেট সময় ১১:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

“মাত্রাতিরিক্ত ঋণ সরবরাহ ঠেকানো, সকল সেবাদাতাদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আর্থিক সেবা খাতকে নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। তবে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা করলে তা আর্থিক অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং ফল স্বরূপ পুরো অর্থনীতিই অস্থিতিশীল হয়ে পড়তে পারে।” ০৮ সেপ্টেম্বর শুক্রবার মালয়শিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলোর নেটওয়ার্ক এসইএসিইএন-এর আয়োজনে ওএমএফআইএফ পলিসি সামিটে মূল নিবন্ধ উপস্থাপনের সময় কথাগুলো বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এসইএসিইএন-এর নির্বাহী পরিচালক ড. হ্যান্ড গেনবার্গের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড মেয়েস। ড. আতিউর বলেন সর্বশেষ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় উন্নত দেশগুলোতে আর্থিক সেবা খাতে দুর্বল নিয়ন্ত্রণের কারণে পুরো অর্থনীতিই বিপর্যয়ের মুখে পড়েছিলো। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের মতো বেশ কিছু উন্নয়নশীল অর্থনীতির দেশে আর্থিক অন্তর্ভুক্তির এক নীরব বিপ্লব ঘটে গেছে।

ড. আতিউর আরও বলেন নিয়ন্ত্রণের সাথে আর্থিক অন্তর্ভুক্তির সম্পর্ক বৈরি নয়, বরং কার্যকর নিয়ন্ত্রণ করা গেলে তা আর্থিক অন্তর্ভুক্তির জন্য সহায়কই হয়। যেমন আফ্রিকায় কেনিয়া ও তানজানিয়াতে নিয়ন্ত্রক সংস্থার সুবিবেচনা প্রসূত সিদ্ধান্তের কারণে মোবাইল-ফোনভিত্তিক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে ছোট সেবাদাতাদের তুলনায় বেশি সুবিধা দেয়ার ফলে সেখানে আর্থিক অন্তর্ভুক্তি বাঁধাগ্রস্ত হচ্ছে (মাত্র ৩৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক ইন্দোনেশিয় নাগরিকের আনুষ্ঠানিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে একাউন্ট আছে)।

ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন যে দেশটিতে আধার কার্ড চালু করার ফলে সকল শ্রেণীর (বিশেষত নিম্ন আয়ের) গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য এখন খুব সহজেই আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণের ফলে সেখানে আর্থিক সংযুক্তির উন্নতি ঘটছে।

বাংলাদেশে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানের ভুমিকা আলোচনা করতে গিয়ে ড. আতিউর বলেন, বাংলাদেশ এক্ষেত্রে ‘কাজ করতে করতে শেখা’র কৌশল অনুসরণ করেছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে গতানুগতিক ধারার বাইরে চিন্তা-ভাবনাকে উৎসাহিত করা হয়েছে। নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে এবং স্টেকহোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কৃষি উন্নয়ন, এসএমই অর্থায়ন, নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, এজেন্ট ব্যাংকিং, বর্গাচাষিদের জন্য ঋণ কর্মসূচি, মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস এবং সবুজ অর্থায়ন ইত্যাদি উদ্যোগের মাধ্যমে উৎপাদনমুখি খাতে অর্থ প্রবাহ নিশ্চিত করে অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে চেষ্টা করেছে। এর ফলে আগে আার্থিক সেবার আওতার বাইরে ছিলেন বা কম সেবা পেতেন এমন গ্রাহকদের পুরো মাত্রায় অন্তর্ভুক্ত করা গেছে। এতে করে বৈশ্বিক মন্দা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা গেছে এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক বিশ্ব মন্দার কারণে সারা বিশ্বেই আর্থিক খাত নিয়ন্ত্রণের ক্ষেত্রে কড়াকড়ি বেড়েছে এবং অনেক ক্ষেত্রেই আর্থিক সেবা খাতের মানবিক দিকগুলো বিবেচনার বাইরে থেকে গেছে বলে ড. আতিউর মনে করেন। উন্নত বিশ্বের দেশগুলোতে দেউলিয়া হতে বসা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অতিদ্রুত বিপুল পরিমাণ অর্থ সরবরাহ করে মন্দা পরিস্থিতি আপাতত সামাল দেয়া গেলেও স্থায়িত্বশীল কোন সমাধানে এখনও পৌঁছানো সম্ভব হয়নি।

অন্যদিকে বাংলাদেশ সহ বেশ কিছু উন্নয়নশীল দেশে তাড়াহুড়া না করে অল্প পরিমাণে অর্থ পৌঁছে দেয়া হয়েছে প্রান্তিক গ্রাহকদের কাছে। উন্নত বিশ্বের ‘হেলিকপ্টার’ দিয়ে দ্রুত বিপুল পরিমাণ টাকা পাঠানোর কৌশলের চেয়ে উন্নয়নশীল দেশগুলোর ‘গরুর গাড়ি’তে করে ধীরে ধীরে অল্প পরিমাণ টাকা পাঠানোর কৌশলকেই বেশি কার্যকর মনে হচ্ছে। মোদ্দা কথা হচ্ছে ছোট-বড় সব অর্থনীতিতে আর্থিক খাত নিয়ন্ত্রণে একই নীতি বা কৌশল প্রয়োগ করা যাবে না। নিয়ন্ত্রণ করতে হবে সামঞ্জস্যপূর্ণ কৌশলে। নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠানগুলোকে এমন নীতি তৈরি করতে হবে যাতে করে ঝুঁকির পরিমাণের সমানুপাতিকভাবে আর্থিক সেবা খাতের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

সর্বোপরি এটাও মনে রাখতে হবে শতকরা এ কশো ভাগ সঠিক হওয়া সম্ভব নয় কখনোই। যদি আমরা ভাবি যে কখনোই ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়নের মতো ঘটনা ঘটবে না তবে তা হবে বোকামী। বরং আমাদের উদ্দেশ্য হওয়া উচিৎ আর্থিক অন্তর্ভুক্তি যাতে বাঁধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে অর্থ পাচার বা সন্ত্রাসী অর্থায়ন ঠেকানোর নীতিমালার কার্যকর বাস্তবায়ন। পাশাপাশি আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

ড. আতিউর আরও বলেন নিত্য নতুন প্রযুক্তির উদ্ভব ও ব্যাপকভিত্তিক ব্যবহারের ফলে যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সেগুলো মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় মানব সম্পদ উন্নয়নের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে বিশেষ মনযোগ দিতে হবে। সবশেষে তিনি বলেন ব্যাংকিং খাতের জন্য মানব সম্পদ উন্নয়নের প্রক্রিয়াটিকে যথা সম্ভব মানবিক হতে হবে। তাহলে আর্থিক সেবার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে ব্যাংক কর্মকর্তারা ইতিবাচক মনোভাব পোষণ করবেন।