অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে । শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের ভালুকা ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি বাস ভালুকা গামী মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ভরাডোবার ক্লাবের বাজারের রাজ মাহম্মুদ ফকিরের ছেলে মাহবুব (৩৫) নিহত হয় ও মোটরসাইকেল চালক ভান্ডাব গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জিমরান (২৬) আহত হয়। গুরুতর আহত জিমরানকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























