আকাশ নিউজ ডেস্ক:
টালিউডপাড়ার এ সময়ের অন্যতম খবর, ফের বিয়ে ভাঙছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর। কাছের বন্ধুকে বিয়ে করার দেড় বছরের মাথায় দাম্পত্য জীবনে ভাঙনের সুর শোনা যাচ্ছে।
কলকাতার সিনেপ্রেমীদের মধ্যে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, স্বামী রোশনের সঙ্গে কি আর থাকছেন না শ্রাবন্তী? এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
এমন আবহে এরই মধ্যে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বড় ঘোষণার ইঙ্গিত দিল শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক।
তার সেই পোস্টকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। শ্রাবন্তীভক্তদের হৃদয়ের কোণে জমেছে আরও কিছু প্রশ্ন।
গত শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টটি করে ঝিনুক। নিজের ও মায়ের একটি পুরোনো ছবি শেয়ার করে তাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংগীত যুক্ত করে দেয় সে। পোস্টের ক্যাপশনে ঝিনুক লিখেছে, ‘বড় কিছু আসছে’।
এই বড় কিছুটা কী সেই ধাঁধায় পড়েছে শ্রাবন্তীর ভক্তরা। ঝিনুকের পোস্টের সঙ্গে শ্রাবন্তীর সংসার ভাঙার নিয়ে চলা গুঞ্জনের যোগসূত্রিতা খুঁজঠে তারা। প্রশ্ন একটাই, বড় কিছু কী আসছে?
চলতি নভেম্বরের শুরুতেই রোশন-শ্রাবন্তী দম্পতিতে চিড় ধরেছে বলে গুঞ্জন ওঠে। তারা আলাদা থাকছেন বা ডিভোর্সের দিকে বিষয়টি গড়াচ্ছে বলে খবর রটে। রোশন ও শ্রাবন্তী দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো একসঙ্গে আর কোনো ছবি নেই। এরপরই এমন গুঞ্জন ছড়ায়।
২০১৯ সালের ১৭ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে গোপনে বিয়ে করেন টালিউড তারকা শ্রাবন্তী ও কেবিন ক্রু সুপারভাইজার রোশান সিং।
এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে ভারতীয় বাংলা ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। ঝিনুক নামের একটি ছেলে রয়েছে তাদের।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তারা। সেটাও বিচ্ছেদের দিকেই গড়ায়।
আকাশ নিউজ ডেস্ক 

























