অাকাশ স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনের শেষ ষোল থেকেই বিদায় নিয়েছেন গারবিন মুগুরুজা। কিন্তু তাতে কী? বুধবারই দারুণ সুখবর পেলেন স্পেনের এই টেনিস তারকা। প্রথমবারের মতো বিশ্ব টেনিস র্যাংকিংয়ের শীর্ষে উঠলেন গারবিন মুগুরুজা। ডব্লিউটিএ ইতিহাসের ২৪তম খেলোয়াড় হিসেবে র্যাংকিংয়ের মহিলা এককের শীর্ষস্থানটি দখল করলেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক।
গারবিন মুগুরুজাকে শীর্ষে উঠার সুযোগটা করে দিলেন ক্যারোলিনা পিসকোভা। ইউএস ওপেনের শুরু থেকেই দুর্দান্ত খেলা চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা কোয়ার্টার ফাইনালেই থেমে গেলেন। বুধবার টুর্নামেন্টের শেষ আটে মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েঘের কাছে হেরে ইউএস ওপেন থেকে ছিটকে পড়েন তিনি। আর তাতেই কপাল খুলে গারবিন মুগুরুজার। সোমবার র্যাংকিংয়ের আপডেট করলেই ক্যারোলিনা পিসকোভাকে টপকে যাবেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























