অাকাশ জাতীয় ডেস্ক:
বুধবার মধ্যরাতে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলাটি করেন হবিরবাড়ী ঢালীবাড়ী মোড় এলাকায় এক নারী। আসামি মুনির হোসেন মযমনসিংহে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক আরো বলেন, মুনির হোসেন ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। সম্প্রতি ওই নারী সন্তানসম্ভবা হন। কিন্তু মুনির তাকে বিয়ে করতে অস্বীকার করেন। তারপরই মামলা করেন নারী। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে বলেও জানান পরিদর্শক।
এ ছাড়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু বলেন, ঘটনাটি আমরা জেনেছি। মুনিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























