অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ীতে কুতুবখালী ফ্লাইওভারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় বাসের ধাক্কায় নাঈম (৯) নামে এক শিশু নিহত হয়েছে। পরিবারের সদস্যরা জানান, নিহত নাঈম কুতুবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। নিহত নাঈমের পিতার নাম আবু জাফর। ওই এলাকার দাগুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাদের বাসা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতাবস্থায় নাঈমকে উদ্ধার করেন রাজিয়া বেগম নামের একজন পথচারী। তিনি জানান, কুতুবখালী ফ্লাইওভারে ঘুড়ি ওড়ানোর সময় চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে চাপা পড়ে নাঈম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪ টায় শিশুটি মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























