ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি

আকাশ আইসিটি ডেস্ক : 

অ্যান্টিভাইরাস স্রষ্টা বলা হয় তাকে। তিনি সারা পৃথিবীতেই কার্যকরী কম্পিউটার অ্যান্টিভাইরাস ম্যাকাফি অ্যান্টি-ভাইরাস প্রতিষ্ঠা করেন। সম্প্রতি স্পেনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা প্রযুক্তিপ্রেমীদের কাছের ব্যক্তিটি।

আজকের আয়োজনে অ্যান্টিভাইরাসের গুরু জন ম্যাকাফি।

ব্রিটিশ-অ্যামেরিকান আলোচিত ও সমালোচিত এই সফটওয়্যার নির্মাতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাঁকির অভিযোগে পরোয়ানা জারি ছিল। সেই মামলার জেরে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্পেন পুলিশ। স্পেন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবে।

জন্ম:

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। ম্যাকাফি ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন:

কম্পিউটার প্রোগ্রামার জন ম্যাকাফি ব্যক্তিগত জীবনে যোগব্যায়াম শিক্ষা দিয়ে থাকেন। যোগব্যায়াম সম্পর্কীয় বেশ কয়েকটি পুস্তকও ইতোমধ্যে রচনা করেছেন তিনি। তিনি বলেন, হ্যাকাররা আমাকে হ্যাকিং করার তৎপরতা চালিয়ে সম্মানিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি তার নিজের নিরাপত্তার চাদরে মোড়ানোর জন্য অন্যান্য লোকের মাধ্যমে কম্পিউটার যন্ত্রাংশ ক্রয় করান, কম্পিউটার সেট-আপে ছদ্মনাম এবং দৈনিক কয়েকবার আইপি অ্যাড্রেস পরিবর্তন করান।

ম্যাকাফি প্রতিষ্ঠা:

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারা এলাকায় অবস্থিত বাড়ি থেকে ১৯৮৭ সালে জন ম্যাকাফি কম্পিউটার অ্যান্টিভাইরাস কোম্পানিরূপে ম্যাকাফি অ্যাসোসিয়েটস গড়ে তোলেন। শেয়ারওয়্যার বিজনেস পদ্ধতি অবলম্বন করে তিনি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারজাত শুরু করেন। ডেলাওয়্যারের সাধারণ সংস্থার আইন অনুযায়ী ১৯৯২ সালে সংস্থার মর্যাদা পায়। ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। এর দু’বছর পর ম্যাকাফি অ্যাসোসিয়েটস পাবলিক কোম্পানিতে পরিণত হয়; ফলে ম্যাকাফি তার বাদবাকি সম্পত্তি কোম্পানিতে বিনিয়োগ করেন। ১৯৯৭ সালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস গঠিত হলে ম্যাকাফি অ্যাসোসিয়েটস এবং নেটস্কাউট সিস্টেমস, ইনকর্পোরেটের সঙ্গে একীভূত হয়। কোম্পানিটি ম্যাকাফি নাম ধারণ করে এবং অদ্যাবধি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করছে।

নানা অভিযোগে অভিযুক্ত:

জন ম্যাকাফির বিরুদ্ধে উদ্ভট সব কাণ্ডের কারণে এ পর্যন্ত বহুবার অভিযোগ উঠেছে। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন। গ্রেফতার এড়াতে তিনি বহুদিন নিজেকে আড়ালও করে রাখেন। মুখে যথাযথ মাস্ক না পরার দায়ে সম্প্রতি নরওয়ে পুলিশের হাতেও ধরা পড়েছিলেন তিনি। এ পর্যন্ত বিভিন্ন দেশে ২২ বারের মতো গ্রেফতার করা হয়েছে এ সফটওয়্যার গুরুকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

অ্যান্টিভাইরাস গুরু জন ম্যাকাফি

আপডেট সময় ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

আকাশ আইসিটি ডেস্ক : 

অ্যান্টিভাইরাস স্রষ্টা বলা হয় তাকে। তিনি সারা পৃথিবীতেই কার্যকরী কম্পিউটার অ্যান্টিভাইরাস ম্যাকাফি অ্যান্টি-ভাইরাস প্রতিষ্ঠা করেন। সম্প্রতি স্পেনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা প্রযুক্তিপ্রেমীদের কাছের ব্যক্তিটি।

আজকের আয়োজনে অ্যান্টিভাইরাসের গুরু জন ম্যাকাফি।

ব্রিটিশ-অ্যামেরিকান আলোচিত ও সমালোচিত এই সফটওয়্যার নির্মাতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাঁকির অভিযোগে পরোয়ানা জারি ছিল। সেই মামলার জেরে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্পেন পুলিশ। স্পেন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাবে।

জন্ম:

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। ম্যাকাফি ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক জনপ্রিয় তিনি। শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন:

কম্পিউটার প্রোগ্রামার জন ম্যাকাফি ব্যক্তিগত জীবনে যোগব্যায়াম শিক্ষা দিয়ে থাকেন। যোগব্যায়াম সম্পর্কীয় বেশ কয়েকটি পুস্তকও ইতোমধ্যে রচনা করেছেন তিনি। তিনি বলেন, হ্যাকাররা আমাকে হ্যাকিং করার তৎপরতা চালিয়ে সম্মানিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি তার নিজের নিরাপত্তার চাদরে মোড়ানোর জন্য অন্যান্য লোকের মাধ্যমে কম্পিউটার যন্ত্রাংশ ক্রয় করান, কম্পিউটার সেট-আপে ছদ্মনাম এবং দৈনিক কয়েকবার আইপি অ্যাড্রেস পরিবর্তন করান।

ম্যাকাফি প্রতিষ্ঠা:

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্ল্যারা এলাকায় অবস্থিত বাড়ি থেকে ১৯৮৭ সালে জন ম্যাকাফি কম্পিউটার অ্যান্টিভাইরাস কোম্পানিরূপে ম্যাকাফি অ্যাসোসিয়েটস গড়ে তোলেন। শেয়ারওয়্যার বিজনেস পদ্ধতি অবলম্বন করে তিনি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারজাত শুরু করেন। ডেলাওয়্যারের সাধারণ সংস্থার আইন অনুযায়ী ১৯৯২ সালে সংস্থার মর্যাদা পায়। ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন। এর দু’বছর পর ম্যাকাফি অ্যাসোসিয়েটস পাবলিক কোম্পানিতে পরিণত হয়; ফলে ম্যাকাফি তার বাদবাকি সম্পত্তি কোম্পানিতে বিনিয়োগ করেন। ১৯৯৭ সালে নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস গঠিত হলে ম্যাকাফি অ্যাসোসিয়েটস এবং নেটস্কাউট সিস্টেমস, ইনকর্পোরেটের সঙ্গে একীভূত হয়। কোম্পানিটি ম্যাকাফি নাম ধারণ করে এবং অদ্যাবধি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করছে।

নানা অভিযোগে অভিযুক্ত:

জন ম্যাকাফির বিরুদ্ধে উদ্ভট সব কাণ্ডের কারণে এ পর্যন্ত বহুবার অভিযোগ উঠেছে। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন। গ্রেফতার এড়াতে তিনি বহুদিন নিজেকে আড়ালও করে রাখেন। মুখে যথাযথ মাস্ক না পরার দায়ে সম্প্রতি নরওয়ে পুলিশের হাতেও ধরা পড়েছিলেন তিনি। এ পর্যন্ত বিভিন্ন দেশে ২২ বারের মতো গ্রেফতার করা হয়েছে এ সফটওয়্যার গুরুকে।