আকাশ জাতীয় ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। নীতিগত পার্থক্যের কারণেই আমরা ১১ দলীয় জোট ত্যাগ করেছি।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, ক্ষমতায় গেলেও ওই দলগুলো দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে আর একমত থাকতে পারেনি।
তিনি বলেন, যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ হাসিল করতে চায়, দেশবাসী তাদের চিনে ফেলেছে। শরিয়াহ শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটের ওপর নির্ভর না করে নিজেদের শক্তিতেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দলটি জনগণের সমর্থন নিয়েই রাজনীতির মাঠে থাকবে।
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সোনারগাঁ থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দীন ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
পথসভা শেষে পীর সাহেব চরমোনাই দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
আকাশ নিউজ ডেস্ক 




















