অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে মহাসড়কের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার বাসস্ট্যন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফাহিমা বেগম (৩৫), মেয়ে তারিনা আক্তার (১৪) ও ছেলে তানভীর হোসেন (৯)।
পুলিশ সূত্র জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মা ফাহিমা বেগম ছেলে ও মেয়েকে নিয়ে মহেড়া জমিদার বাড়ি বিনোদন কেন্দ্রে (পুলিশ ট্রেনিং সেন্টারে)বেড়াতে যাচ্ছিলেন। দুপুরে ট্রেনিং সেন্টার স্টেশনে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস (সিরাজগঞ্জ জ-০৪-০০২৯) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। পরে পুলিশ ঘাতক বাস এবং বাসের হেলপারকে আটক করে। নিহত তারিনা আক্তার সপ্তম শ্রেণির ছাত্রী ও তানভীর হোসেন প্রথম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া ঘাতক বাস ও বাসের হেলপারকে আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























