অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদীর মাধবদীতে একটি যাত্রীবাহী বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কান্দাইল বাসস্ট্যান্ডে কয়েক যাত্রী বাসে উঠার চেষ্টা করছিল। এ সময় পিছন থেকে ঢাকাগ্রামী একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মাধবদী থানার ওসি মো.ইলিয়াস সরকার জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ জন মারা যায়। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 























