আকাশ জাতীয় ডেস্ক:
নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার রাত ৮টায় শহরের পুরনো বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, শহরের পুরনো বাবুপাড়া ও অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও সারা দিনে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
বরং তাদের গড়িমসির কারণে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে আগুন নিয়ন্ত্রণ হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। দীর্ঘ ১ ঘণ্টার অবরোধের ফলে সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। এর পর বিদ্যুৎকর্মীরা একটি পিকআপভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান না করে উল্টো কয়েকটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ফিরে যেতে চায়।
এতে বিক্ষুব্ধ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং বিদ্যুৎকর্মীদের গাড়ি আটকে দেন। একপর্যায়ে জনগণ স্লোগান দিতে শুরু করলে বিদ্যুৎকর্মীরা পিকআপ রেখে পালিয়ে যান।
পরে সৈয়দপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমুল হক বলেন, একসঙ্গে সব জায়গায় সমস্যা হলে সমাধান করতে একটু সময় লাগবেই। পুরনো বাবুপাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এটি রিপ্লেস করা হবে খুব দ্রুত।
আকাশ নিউজ ডেস্ক 
























