ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বিদ্যুতের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রোববার রাত ৮টায় শহরের পুরনো বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, শহরের পুরনো বাবুপাড়া ও অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও সারা দিনে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

বরং তাদের গড়িমসির কারণে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আগুন নিয়ন্ত্রণ হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। দীর্ঘ ১ ঘণ্টার অবরোধের ফলে সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। এর পর বিদ্যুৎকর্মীরা একটি পিকআপভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান না করে উল্টো কয়েকটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ফিরে যেতে চায়।

এতে বিক্ষুব্ধ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং বিদ্যুৎকর্মীদের গাড়ি আটকে দেন। একপর্যায়ে জনগণ স্লোগান দিতে শুরু করলে বিদ্যুৎকর্মীরা পিকআপ রেখে পালিয়ে যান।

পরে সৈয়দপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমুল হক বলেন, একসঙ্গে সব জায়গায় সমস্যা হলে সমাধান করতে একটু সময় লাগবেই। পুরনো বাবুপাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এটি রিপ্লেস করা হবে খুব দ্রুত।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বিদ্যুতের দাবিতে সৈয়দপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় ০৫:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রোববার রাত ৮টায় শহরের পুরনো বাবুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে সৈয়দপুর টার্মিনাল থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকা পড়ে। ফলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, শহরের পুরনো বাবুপাড়া ও অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎ নেই। বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলেও সারা দিনে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

বরং তাদের গড়িমসির কারণে সন্ধ্যায় এলাকার একটি ট্রান্সফরমারে আগুন লাগে। ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে আগুন নিয়ন্ত্রণ হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। দীর্ঘ ১ ঘণ্টার অবরোধের ফলে সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। এর পর বিদ্যুৎকর্মীরা একটি পিকআপভ্যান নিয়ে ঘটনাস্থলে এসে সমস্যার সমাধান না করে উল্টো কয়েকটি বিদ্যুৎ লাইন কেটে দিয়ে ফিরে যেতে চায়।

এতে বিক্ষুব্ধ জনতা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং বিদ্যুৎকর্মীদের গাড়ি আটকে দেন। একপর্যায়ে জনগণ স্লোগান দিতে শুরু করলে বিদ্যুৎকর্মীরা পিকআপ রেখে পালিয়ে যান।

পরে সৈয়দপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমুল হক বলেন, একসঙ্গে সব জায়গায় সমস্যা হলে সমাধান করতে একটু সময় লাগবেই। পুরনো বাবুপাড়ার বিদ্যুৎ ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এটি রিপ্লেস করা হবে খুব দ্রুত।