ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ভুয়া সংবাদে চটেছেন এ্যানি

আকাশ বিনোদন ডেস্ক :  

ধর্মের টানে অভিনয় ছেড়ে ইবাদাত বন্দিগীতে মনোনিবেশ করেছেন ছোট পর্দার মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী এ্যানি খান। লকডাউনের মধ্যে অ্যানি নিজেই সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছিলেন। জানান, ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। এখন থেকে একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে জীবন কাটাতে চান। সবসময় পর্দা করে চলতে চান।

কিন্তু সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা হয়, মিডিয়া ছাড়া ঘোষণা দিলেও আবারও অভিনয়ে ফিরেছেন এ্যানি খান। সংবাদ মাধ্যমটি তাদের খবরে প্রকাশ করে, অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে নাকি অংশ নিয়েছেন এ্যানি। এই নাটকের কয়েকটি পর্বে তিনি ইতোমধ্যে অভিনয় করেছেন।

এই খবরের সূত্র ধরে অভিনেত্রী অ্যানির সঙ্গে যোগাযোগ করলে তিনি চটে যান। বলেন, ‘এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ দেখে আমি রীতিমতো হতবাক। আমার সঙ্গে কথা না বলে এমন একটি ভিত্তিহীন সংবাদ তারা (সংবাদপত্রটি) কীভাবে করেন। তাছাড়া ২০১৬ সাল থেকে আমি ‘চাপাবাজ’ নাটকের কাজ করছি না। তার পরও হঠাৎ এমন বানোয়াট সংবাদ তারা কোথা থেকে পেলেন?’

এ্যানি বলেন, ‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছিলাম। চলতি বছরের জানুয়ারি থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর থেকে ঘরবন্দি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম, সেগুলো শিখছি। মিডিয়া আমাকে আর টানছে না। তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি, এত আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি। আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে অনেক কিছুতে বিধি নিষেধ চলে আসছে। দুই মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্তকালের জন্য কী সঞ্চয় করলাম- এসব চিন্তা করে আর মিডিয়াতে ফিরতে চাচ্ছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ভুয়া সংবাদে চটেছেন এ্যানি

আপডেট সময় ১১:২০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

আকাশ বিনোদন ডেস্ক :  

ধর্মের টানে অভিনয় ছেড়ে ইবাদাত বন্দিগীতে মনোনিবেশ করেছেন ছোট পর্দার মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী এ্যানি খান। লকডাউনের মধ্যে অ্যানি নিজেই সোশ্যাল মিডিয়ায় এমন ঘোষণা দিয়েছিলেন। জানান, ২৩ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। এখন থেকে একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে জীবন কাটাতে চান। সবসময় পর্দা করে চলতে চান।

কিন্তু সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ করা হয়, মিডিয়া ছাড়া ঘোষণা দিলেও আবারও অভিনয়ে ফিরেছেন এ্যানি খান। সংবাদ মাধ্যমটি তাদের খবরে প্রকাশ করে, অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘চাপাবাজ’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে নাকি অংশ নিয়েছেন এ্যানি। এই নাটকের কয়েকটি পর্বে তিনি ইতোমধ্যে অভিনয় করেছেন।

এই খবরের সূত্র ধরে অভিনেত্রী অ্যানির সঙ্গে যোগাযোগ করলে তিনি চটে যান। বলেন, ‘এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ দেখে আমি রীতিমতো হতবাক। আমার সঙ্গে কথা না বলে এমন একটি ভিত্তিহীন সংবাদ তারা (সংবাদপত্রটি) কীভাবে করেন। তাছাড়া ২০১৬ সাল থেকে আমি ‘চাপাবাজ’ নাটকের কাজ করছি না। তার পরও হঠাৎ এমন বানোয়াট সংবাদ তারা কোথা থেকে পেলেন?’

এ্যানি বলেন, ‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছিলাম। চলতি বছরের জানুয়ারি থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর থেকে ঘরবন্দি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম, সেগুলো শিখছি। মিডিয়া আমাকে আর টানছে না। তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘প্রতিদিন যেভাবে মৃত্যুর খবর শুনছি, এত আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি। আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে অনেক কিছুতে বিধি নিষেধ চলে আসছে। দুই মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্তকালের জন্য কী সঞ্চয় করলাম- এসব চিন্তা করে আর মিডিয়াতে ফিরতে চাচ্ছি না।’