আকাশ জাতীয় ডেস্ক:
পাবনার চাটমোহর উপজেলায় জুসের বোতলে কীটনাশক মিশিয়ে স্ত্রীকে খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম আরিফা খাতুন (১৮)। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। আর অভিযুক্ত স্বামীর নাম রুবেল হোসেন (১৮)। তিনি আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ৬ মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আরিফাকে বিয়ে করে রুবেল হোসেন। কিন্তু ছেলের পরিবার প্রথম থেকেই মেয়েটিকে নানাভাবে নির্যাতন শুরু করে। ছেলের পরিবার যৌতুকের জন্য মেয়েটিকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে। মেয়েটি প্রেম করে বিয়ে করেছে বলে বাবার বাড়িতে বিষয়টি বলতে অপারগতা প্রকাশ করে।
এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্ট রাতে ছেলের পরিবারের সদস্যরা জুসের বোতলে কীটনাশক মিশিয়ে আরিফাকে খাওয়ান। পরে সকালে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়ার পরে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বাড়িতে নিয়ে আসার পরে গত পাঁচদিন মেয়েটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে অবশেষে মঙ্গলবার ভোর রাতে মারা যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরেই নিহত গৃহবধূর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েটির স্বামীকে আটক করা হয়েছে। আর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























