অাকাশ স্পোর্টস ডেস্ক:
বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেন থেকে ছিটকে পড়লেন রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। দীর্ঘ নিষেধাজ্ঞার খড়গ কাটিয়ে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলার সুযোগ পান তিনি। সেই সুযোগ দুর্দান্তভাবে কাজে লাগালেও চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হলো তাকে।
শারাপোভা ৫-৭, ৬-৪, ৬-২ গেমে হেরেছেন লাটভিয়ার অ্যানাস্তাসিজা সেভাস্তোভার কাছে। হেরে বিদায় নিলেও কোর্টে ফেরাটাকেই বড় করে দেখছেন ৫ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন শারাপোভা। তিনি বলন, ফিরে আসতে পেরে আমি খুশি। সত্যি এটা ছিল দুর্দান্ত চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক কেভিতোভা। দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী স্পেনের কারবিন মুগুরুজার কাছে ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে হেরে যান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস স৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাবারোকে।
আকাশ নিউজ ডেস্ক 
























