অাকাশ স্পোর্টস ডেস্ক:
কন্যা সন্তানের মা হলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ৩৫ বছর বয়সী সেরেনার এই সন্তানের বাবা স্বদেশী একটি আইটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান। গত বুধবার সেরেনা যুক্তরাষ্ট্রের সেন্ট ম্যারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার এই সন্তানের জন্ম হয়।
ছোট বোনের মা হওয়া প্রসঙ্গে টেনিস তারকা ভেনাস উইলিয়ামস বলেন, অবশ্যই আমি খুবই রোমাঞ্চিত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
মা হওয়ায় সেরেনাকে অভিনন্দন জানিয়ে অনেকে টুইট করেছেন। তার কোচ প্যাট্রিক মৌরাতগলু লিখেছেন, ‘আমি অত্যন্ত খুশি এবং আমি তোমার আবেগটা বুঝতে পারছি। আশা করছি দ্রুতই তুমি ফিরে আসবে।’ অভিনন্দন জানিয়েছেন আরেক টেনিস তারকা রাফায়েল নাদালও।
আকাশ নিউজ ডেস্ক 
























