অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট জয়ের পর উত্তেজনা এখন তুঙ্গে। চট্টগ্রাম টেস্টের ফলাফলের উপরই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার শুরু হতে যাওয়া এই ম্যাচের টিকিট আজ রবিবারই পাওয়া যাচ্ছে। এবার টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০টাকা।
এমএ আজিজ স্টেডিয়ামে স্থাপিত বুথ থেকে এই টিকিট কেনা যাবে। এছাড়াও সাগরিকায় সিটি কর্পোরেশন কার্যালয়ের পাশে বিটেক মোড় থেকে টিকিট পাওয়া যাবে। ম্যাচের প্রতিদিনের টিকিট বিটেক মোড় থেকে সকাল ৯টার পর সংগ্রহ করা যাবে।
গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটফ হসপিটালিটি টিকিটের মূল্য ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, পূর্ব ও পশ্চিম পাশের ক্লাব হাউজ ২০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৮০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য সর্বনিম্ন ৫০টাকা ধরা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























