আকাশ জাতীয় ডেস্ক:
বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার সাজেদুর রহমানকে (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সাজেদুর রহমান উপজেলার বিলচাপড়ি উত্তরপাড়া গ্রামের জসিম প্রামানিকের ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ রবিবার রাতে নিজের ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সাজেদুর রহমান রাত ২টার দিকে দরজা কেটে ঘরের ভিতর প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন আসার আগেই সাজেদুর রহমান কৌশলে ঘর থেকে সটকে পড়ে।
এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে সাজেদুর রহমানের বিরুদ্ধে সোমবার সকালে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সাজেদুর রহমানকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
বগুড়ার ধুনট থানার এসআই প্রদীপ কুমার জানান ধর্ষণের চেষ্টা মামলার আসামি সাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























