আকাশ জাতীয় ডেস্ক:
ইন্টারনেট ফাইবার ক্যাবলের তার চুরির অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ ও ডিবির একটি দল। তারা হলেন, বরগুনার ঢলুয়া গ্রামের শহিদুল ইসলাম রাজু (২৫) ও চালিতাতলী গ্রামের সিদ্দিকুর রহমান।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, বরগুনা শহরের গুরুত্বপূর্ণ কিছু এলাকা থেকে ইন্টারনেট ফাইবার ক্যাবলের তার চুরি হওয়ার ঘটনা ঘটে। বিষয়টির প্রেক্ষিতে বরগুনা থানা ও ডিবির গোয়েন্দা বিভাগ সিসি ফুটেজ অনুসন্ধান করে ওই দুই ব্যক্তিকে আটক করে।
এ সময় তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ গজ ইন্টারনেট ফাইবার ক্যাবলের তার উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তারা চোর চক্রের সদস্য।
আকাশ নিউজ ডেস্ক 
























