অাকাশ স্পোর্টস ডেস্ক:
নড়াইল থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার সকাল সাড়ে ৭টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ।
সকালে নামাজ শুরুর আগেই ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঈদগাহে এসে পৌঁছান মাশরাফি। নামাজ শেষে তিনি আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।
নড়াইল কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে জেলা প্রশাসক মো. ইমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলামসহ সর্বস্তরের মুসল্লিরা ঈদ জামাতে শরিক হন। জামায়াতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মওলানা আশরাফ আলী। দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























