অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
পহেলা সেপ্টেম্বর নিউ ইয়র্কসহ পুরো আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত হবে। আজহা উপলক্ষে আমেরিকার বিভিন্ন মসজিদ ঈদ জামাতের সময়সূচি ঘোষণা দিয়ে থাকে। আবহাওয়া অনুকূলে থাকলে নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত বাংলাদেশিদের পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে ৮টা ৩০ মিনিটে জ্যামাইকা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
নিউ ইয়র্কের অধিকাংশ মসজিদের ইমাম ও মসজিদের কমিটির কর্মকর্তারা জানান, ইতোমধ্যে তাদের নিজ নিজ মসজিদে ঈদ জামাতের ঘোষণা ও প্রস্তুতি গ্রহণ করেছে। আবহাওয়া ভাল থাকলে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই হবে। এ সব ঈদ জামাতে মহিলাদের নামাজ আদায় করার সুযোগ রাখা হয়েছে।
এস্টোরিয়ার আল আমিন মসজিদের উদ্যোগে ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের ৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে। জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই ঈদের তিনটি জামাত হবে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায়।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে জ্যামাইকা স্কুল মাঠে। উল্লেখ্য, নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারেই সর্ব বৃহৎ জামাতের আয়োজন করা হয় এবং হাজার হাজার মানুষ এক সঙ্গে নামাজ আদায় করেন।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত মসজিদের ভিতরেই হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায়। শেষ তিনটি জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের ব্যবস্থাপনায় নিউ ইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে ৭৭ স্ট্রিটের ৩৭ এভিনিউতে পিএস ৬৯ স্কুল ও জুইস সেন্টারের পাশে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায়।
ম্যানহাটনের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ওপেন রোড পার্কে। ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ জামাত সকাল ১০টায়।
ব্রঙ্কসের পার্কচেস্টারের বাংলাবাজার মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত হবে সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ সংলগ্ন পিএস ১০৬ এর প্লে গ্রাউন্ডে। ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের ২টি জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ১৫ মিনিটে।
আকাশ নিউজ ডেস্ক 

























