অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারেও উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় কাতারের রাজধানী দোহায় স্থানীয়দের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও ঈদের নামাজ আদায় করেন।
কাতারে প্রতিবারের মতো এবারও স্থানীয় দোহা ন্যাশনাল ঈদগাহে ঈদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা অংশ নেন। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাতের শেষে বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।
ঈদের নামাজের পরপরই কাতারে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি দেন।
আকাশ নিউজ ডেস্ক 

























