অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ধানমণ্ডিতে নাইমিন বাশিরা (১৭) নামে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। নাইমিন বাশিরার বাবা এইচ এম কামাল জানান, নাইমিন সকালে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে না উঠায় তাকে ডাকাডাকি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্যু হয়। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি নাইমনের বাবা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নাইমিন এ বছর ‘ও’ লেভেল পাস করেছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























