অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর খিলক্ষেতে বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, মৃত নারীর পরনে ছিল নীল ও সাদা রঙয়ের সালোয়ার কামিজ।
খিলক্ষেত ওভারব্রিজের পাশে অজ্ঞাতপরিচয় নারী রেললাইন অতিক্রম করছিলেন। এসময় রাজশাহী থেকে কমলাপুরগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এএসআই।
আকাশ নিউজ ডেস্ক 

























