ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, প্রাণে রক্ষা পেলেন রোগীসহ চারজন ক্ষমতা হস্তান্তর ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা অভিযোগ প্রেস সচিবের ‘ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি’:রিজভী রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে: মির্জা ফখরুল বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধে চরম ভোগান্তি মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন

করোনাকালের প্রথম সেঞ্চুরিয়ান সিবলি, দ্বিতীয় স্টোকস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম লেখালেন ইংলিশ ওপেনার ডম সিবলি। কিছুক্ষণ পর সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানটি দখলে নেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক বেন স্টোকস।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ক্রমেই সেঞ্চুরির দিকে ছুটছিলেন সিবলি। আগের দিন ৮৬ রানে অপরাজিত থাকা সিবলি প্রথম সেশনেই কাঙ্ক্ষিত তিন অংকের দেখা পেয়ে যান।

ইংলিশদের জার্সিতে মাত্র অষ্টম টেস্ট খেলতে নামা সিবলির এটি দ্বিতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির তালিকায় সিবলির সেঞ্চুরি পঞ্চম স্থানে আছে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইনের (১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪৩ বলে)।

শুক্রবার (১৭ জুলাই) সিবলি ও স্টোকস মিলে সকালের সেশনে ইংলিশদের উইকেট হারানো থেকে রক্ষা করেন। লাঞ্চের আগেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সিবলি। আগেরদিন ৫৯ রানে অপরাজিত থাকা স্টোকস লাঞ্চের আগ পর্যন্ত ৯৯ রান নিয়ে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় সেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই করোনাকালে সেঞ্চুরি হাঁকানো মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার।

স্টোকসের এটি ১০ম টেস্ট সেঞ্চুরি। ২৫৫ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো এই ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে সিবলিকে নিয়ে ২০০-এর বেশি রানও যোগ করেন তিনি। শুরুতে ধীরে চলো নীতি অনুসরণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠেন স্টোকস।

ইংল্যান্ড যখন নিয়মিত অধিনায়ক জো রুটের উইকেট হারিয়ে (৮১ রানে ৩ উইকেট) ধুঁকছে, সেসময় ক্রিজে নামের তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগের ম্যাচে খেলেননি রুট। তার বদলে ইংলিশদের নেতৃত্ব দেন স্টোকস। ম্যাচটি হেরে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভিন্নরূপে দেখা দিয়েছে ইংলিশরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ১২০ রান নিয়ে অপরাজিত আছেন সিবলি এবং ১৫২ রান নিয়ে ব্যাট করছেন স্টোকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি

করোনাকালের প্রথম সেঞ্চুরিয়ান সিবলি, দ্বিতীয় স্টোকস

আপডেট সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম লেখালেন ইংলিশ ওপেনার ডম সিবলি। কিছুক্ষণ পর সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানটি দখলে নেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক বেন স্টোকস।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর পর ক্রমেই সেঞ্চুরির দিকে ছুটছিলেন সিবলি। আগের দিন ৮৬ রানে অপরাজিত থাকা সিবলি প্রথম সেশনেই কাঙ্ক্ষিত তিন অংকের দেখা পেয়ে যান।

ইংলিশদের জার্সিতে মাত্র অষ্টম টেস্ট খেলতে নামা সিবলির এটি দ্বিতীয় সেঞ্চুরি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির তালিকায় সিবলির সেঞ্চুরি পঞ্চম স্থানে আছে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরির রেকর্ড সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইনের (১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪৩ বলে)।

শুক্রবার (১৭ জুলাই) সিবলি ও স্টোকস মিলে সকালের সেশনে ইংলিশদের উইকেট হারানো থেকে রক্ষা করেন। লাঞ্চের আগেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন সিবলি। আগেরদিন ৫৯ রানে অপরাজিত থাকা স্টোকস লাঞ্চের আগ পর্যন্ত ৯৯ রান নিয়ে অপরাজিত থাকেন। এরপর দ্বিতীয় সেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই করোনাকালে সেঞ্চুরি হাঁকানো মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখান এই অলরাউন্ডার।

স্টোকসের এটি ১০ম টেস্ট সেঞ্চুরি। ২৫৫ বলে ১০ বাউন্ডারি আর এক ছক্কায় সাজানো এই ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে সিবলিকে নিয়ে ২০০-এর বেশি রানও যোগ করেন তিনি। শুরুতে ধীরে চলো নীতি অনুসরণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে আগ্রাসী হয়ে উঠেন স্টোকস।

ইংল্যান্ড যখন নিয়মিত অধিনায়ক জো রুটের উইকেট হারিয়ে (৮১ রানে ৩ উইকেট) ধুঁকছে, সেসময় ক্রিজে নামের তিনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগের ম্যাচে খেলেননি রুট। তার বদলে ইংলিশদের নেতৃত্ব দেন স্টোকস। ম্যাচটি হেরে যায় স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভিন্নরূপে দেখা দিয়েছে ইংলিশরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৩৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। ১২০ রান নিয়ে অপরাজিত আছেন সিবলি এবং ১৫২ রান নিয়ে ব্যাট করছেন স্টোকস।