অাকাশ আইসিটি ডেস্ক:
২০১৮ সালে মিশনটি শুরু হবে। মঙ্গলকে আরো গভীরভাবে পরীক্ষা করতে ইনসাইট কাজ করবে বলে নাসা সূত্রে জানানো হয়েছে। মঙ্গলে যানটি নামবে অক্টোবর নাগাদ ৷ পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি কীভাবে তৈরি হল, তা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করা হবে এই মিশনে ৷
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ব্রুস বানের্ড একটি বিবৃতি প্রকাশ করেছেন ৷ সেই বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ বিলিয়ন বছরে পৃথিবীতে যতটা পরিবর্তন হয়েছে, মঙ্গলে হয়নি ৷ মঙ্গলে তাই অনেক প্রমাণ সঞ্চিত রয়েছে৷ তাই আমাদের গ্রহের থেকে গ্রহের শৈশব অবস্থা মঙ্গলেই ধরা পড়বে বেশি ৷
ইনসাইট (InSight) এর সম্পূর্ণ কথা ইন্টিরিয়র এক্সপ্লোশন ইউজিং সেইসমিক ইনভেস্টিগেশনস, জিওডেসি অ্যান্ড হিট ট্রান্সপোর্ট ৷ পরের বছর ৮ মে ক্যার্লিফোর্নিয়ার ভেন্ডেনবার্গ এয়ার ফোর্স থেকে মিশনটি শুরু হওয়ার কথা ৷
২০৩০ সালে মঙ্গলে মানুষ পাঠাবে নাসা ৷ তাই তার আগে গ্রহটি সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চাইছে তারা ৷ এরপর রোবোটিক পরীক্ষা হবে ৷ তারপর মঙ্গলে মানুষ পাঠানো হবে ৷ মঙ্গলের বিষুবরেখা বরাবর একটি স্টেশনারি ল্যান্ডার স্থাপন করবে নাসা ৷
২০১৬ সালের মার্চে এই মিশনটি হওয়ার কথা ছিল ৷ লেন্ডারের মুখ্য সায়েন্স ইনস্ট্রুমেন্টের ভ্যাকুয়ম লিক নিয়ে সমস্যা দেখা গিয়েছিল ৷ এবার সেটি তৈরি হয়ে গেছে ও তার পরীক্ষানিরীক্ষাও হয়ে গেছে ৷ স্বাভাবিকভাবেই প্রজেক্টের বাজেট বেড়ে যায় ৷ আগে এর বাজেট ছিল ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলার ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩.৮ মিলিয়ন মার্কিন ডলার।
আকাশ নিউজ ডেস্ক 

























