অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিসরে একটি বাস সেতু ভেঙে নীল নদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪২ জন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আল এরাবিয়া জানায়, রাজধানী কায়রোর দক্ষিণে বেনি সোয়েফ প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙ্গে নিচে পড়ে যায়। তবে বাসটি সেতু ভেঙ্গে নীল নদে পড়লেও বেনি সোয়েফ প্রদেশের কোন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির বেশিরভাগ সড়ক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা যেমন একদিক দিয়ে দায়ি, তেমনই চালকদের আইন মানায় অনিহাও দুর্ঘটনার অন্যতম কারণ।
আকাশ নিউজ ডেস্ক 
























