অাকাশ স্পোর্টস ডেস্ক:
মিরপুর টেস্টে ভরপুর রোমাঞ্চের পসরা সাজিয়ে বসেছে টেস্ট ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পথে বাধা হিসেবে দাঁড়ানো গ্লেন ম্যক্সওয়েলকে ফিরিয়ে দিয়েছে সাকিব আল হাসান।
লাঞ্চ বিরতির পর প্রথম বলেই সাকিবকে কাট করতে গিয়ে বলের ফ্লাইট মিস করে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান ম্যাক্স ওয়েল (১৪)। আর এরফলে জয়ের সুবাস ভেসে আসছে টাইগার শিবিরে।
৬১ ওভার শেষে অসিদের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২১২ রান। মিরপুর টেস্ট জয়ের জন্য অসিদের প্রয়োজন ৫৩ রান বাংলাদেশের দরকার ২ টি উইকেট। ক্রিজে আছেন প্যাট কামিন্স (৫) ও নাথান লায়ন (১০)।
লাঞ্চের একঘন্টা আগে থেতেই আবারো মঞ্চে অবির্ভাক হয় সাকিব আল হাসানের। এবার বোলার রুপে। সাকিব-তাইজুলের ঘূর্ণিতে খাবি খেতে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ফলে ফের জয়ের আশা জাগাচ্ছে টাইগাররা।
সকালের সেশনে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। সাকিবের শিকার হয়েছেন বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা ওয়ার্নার, স্মিথ, ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগার। হ্যান্ডসকম্ব ও অ্যাগারকে তুলে নিয়েছে তাইজুল।
এরআগে সাকিবের শিকার হওয়ার আগে ক্যারিয়ারের ১৯ তম শতক পূরণ করেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ১১২ রান করে সাজঘরে ফিরে যান।
আকাশ নিউজ ডেস্ক 

























