ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন’:হাসনাত চট্টগ্রামের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স অভিবাসন নীতি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জাতিসংঘের দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান ‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’:রেজাউল করিম ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন ধানের শীষে পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস বাংলাদেশি সন্দেহে ভারতে যুবককে পিটিয়ে হত্যা নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার আর ফিরে আসবে না: প্রেস সচিব

ফেসবুকে বিজ্ঞাপন বয়কটের ডাক নামিদামি প্রতিষ্ঠানের

আকাশ আইসিটি ডেস্ক :  

ঘৃণা এবং বর্ণবিদ্বেষমূলক পোস্ট সেন্সর না করায় ফেসবুকে বিজ্ঞাপন বয়কটের ডাক দিয়েছে বিশ্বের নামিদামি প্রতিষ্ঠান। যদিও ফেসবুক ঘৃণা ও বর্ণবিদ্বেষমূলক পোস্টে লেবেল লাগাবে বলে জানিয়েছে। কোকা-কোলা থেকে শুরু করে হোন্ডা, হার্শলের মতো ব্র্যান্ড ফেসবুকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় নাম লিখিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর মানুষের প্রতিবাদে রুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট-সহ ফেসবুকের কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে চাপ সৃষ্টি হচ্ছিল বিগত কিছু দিন ধরেই। ইতিমধ্যেই ৯০টিরও বেশি সংস্থা ফেসবুকে বিজ্ঞাপন বর্জন করার ঘোষণা করেছে। তার মধ্যেই রয়েছে নামিদামি বহু ব্র্যান্ড। এদিকে সমগ্র পরিস্থিতিতে ব্যাপক চাপে রয়েছে ফেসবুক।

কোকা-কোলা ছাড়াও ইউনিলিভার তাদের বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন ফেসবুকে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। চলতি বছরে এই সংস্থা ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম– কোনও সোশ্যাল মাধ্যমেই তাদের বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে। ইউনিলিভার ছাড়াও আমেরিকার স্মার্টফোন সংস্থা ভেরিজন ফেসবুক ছাড়ার ঘোষণা করেছে। অন্যদিকে ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে ফেসবুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ভাইবার কর্তৃপক্ষ।

ভাইবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভাইবার অ্যাপ থেকে ফেসবুক কানেক্ট, ফেসবুক এসডিকে সরিয়ে দেওয়া হচ্ছে খুব শিগগিরই। পাশাপাশিই ফেসবুকে কোনও বিজ্ঞাপনও দেবে না বলে জানানো হয়েছে ভাইবারের তরফে।

তবে প্রতিবাদে মুখরিত ভাইবারের পদক্ষেপ এখানেই থেমে থাকছে না। ফেসবুকের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছে তারা। এমনকী ফেসবুক বয়কটের জন্যও তারা মাঠে নামবে বলে জানানো হয়েছে। পাশাপাশিই ‘হেট স্পিচ’ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করার জন্য অন্যান্য সংস্থাগুলোকেও আহ্বান করেছে তারা। গত ২৫ মে আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার দেশজুড়ে মানুষজন বিক্ষোভে সামিল হন। পরে বিক্ষোভকারীদের উদ্দেশে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফেসবুক এবং ট্যুইটারে লেখেন, “লুটপাট শুরু হলে গুলিও শুরু হবে।”

ডোনাল্ড ট্রাম্পের সেই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফেসবুক ও ট্যুইটারের উপরে রীতিমতো চাপ এসে পড়েছিল। আর এই চাপের মুখেই ফেসবুকের নানা নীতি সংক্রান্ত বিষয় নিয়ে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন জুকারবার্গ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

ফেসবুকে বিজ্ঞাপন বয়কটের ডাক নামিদামি প্রতিষ্ঠানের

আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০

আকাশ আইসিটি ডেস্ক :  

ঘৃণা এবং বর্ণবিদ্বেষমূলক পোস্ট সেন্সর না করায় ফেসবুকে বিজ্ঞাপন বয়কটের ডাক দিয়েছে বিশ্বের নামিদামি প্রতিষ্ঠান। যদিও ফেসবুক ঘৃণা ও বর্ণবিদ্বেষমূলক পোস্টে লেবেল লাগাবে বলে জানিয়েছে। কোকা-কোলা থেকে শুরু করে হোন্ডা, হার্শলের মতো ব্র্যান্ড ফেসবুকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় নাম লিখিয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর মানুষের প্রতিবাদে রুষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট-সহ ফেসবুকের কনটেন্ট ব্যবস্থাপনা নিয়ে চাপ সৃষ্টি হচ্ছিল বিগত কিছু দিন ধরেই। ইতিমধ্যেই ৯০টিরও বেশি সংস্থা ফেসবুকে বিজ্ঞাপন বর্জন করার ঘোষণা করেছে। তার মধ্যেই রয়েছে নামিদামি বহু ব্র্যান্ড। এদিকে সমগ্র পরিস্থিতিতে ব্যাপক চাপে রয়েছে ফেসবুক।

কোকা-কোলা ছাড়াও ইউনিলিভার তাদের বেশ কিছু পণ্যের বিজ্ঞাপন ফেসবুকে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। চলতি বছরে এই সংস্থা ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রাম– কোনও সোশ্যাল মাধ্যমেই তাদের বিজ্ঞাপন দেবে না বলে জানিয়েছে। ইউনিলিভার ছাড়াও আমেরিকার স্মার্টফোন সংস্থা ভেরিজন ফেসবুক ছাড়ার ঘোষণা করেছে। অন্যদিকে ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে ফেসবুকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে ভাইবার কর্তৃপক্ষ।

ভাইবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভাইবার অ্যাপ থেকে ফেসবুক কানেক্ট, ফেসবুক এসডিকে সরিয়ে দেওয়া হচ্ছে খুব শিগগিরই। পাশাপাশিই ফেসবুকে কোনও বিজ্ঞাপনও দেবে না বলে জানানো হয়েছে ভাইবারের তরফে।

তবে প্রতিবাদে মুখরিত ভাইবারের পদক্ষেপ এখানেই থেমে থাকছে না। ফেসবুকের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামতে চলেছে তারা। এমনকী ফেসবুক বয়কটের জন্যও তারা মাঠে নামবে বলে জানানো হয়েছে। পাশাপাশিই ‘হেট স্পিচ’ থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ফেসবুকে বিজ্ঞাপন বন্ধ করার জন্য অন্যান্য সংস্থাগুলোকেও আহ্বান করেছে তারা। গত ২৫ মে আমেরিকার মিনেসোটার মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার দেশজুড়ে মানুষজন বিক্ষোভে সামিল হন। পরে বিক্ষোভকারীদের উদ্দেশে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ফেসবুক এবং ট্যুইটারে লেখেন, “লুটপাট শুরু হলে গুলিও শুরু হবে।”

ডোনাল্ড ট্রাম্পের সেই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ফেসবুক ও ট্যুইটারের উপরে রীতিমতো চাপ এসে পড়েছিল। আর এই চাপের মুখেই ফেসবুকের নানা নীতি সংক্রান্ত বিষয় নিয়ে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছিলেন জুকারবার্গ।