আকাশ জাতীয় ডেস্ক:
এবার করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত মীর শওকত আলী (৬৩) অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। ক’বছর আগে তিনি অবসর নেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুলাই) দুপুরে তার মৃত্যু হয়। তিনি মহানগরীর হোসনীগঞ্জ এলাকার অধিবাসী।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকাল ১০টার দিকে মীর শওকত আলীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর তাকে করোনার সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর মীর শওকত আলীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। তবে স্বাস্থ্যবিধি মেনেই তার মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে বলা হয়েছে বলেও জানান উপ-পরিচালক।
আকাশ নিউজ ডেস্ক 






















