অাকাশ স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেছেন। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সিমোনা হালেপ। অনেকেই মারিয়া শারাপোভাই বিদায়ই দেখতে শুরু করেছিলেন। তবে প্রথম রাউন্ডে হালেপের বিপক্ষে দারুণ জয় দিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন এই রাশিয়ান সুন্দরী।
নিউ ইয়র্কে মারিয়া-সিমোনা ম্যাচ দেখতে প্রায় ২৪ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। দর্শকদের হতাশ করেননি এই দুজন। জমজমাট লড়াই শেষে সিমোনাকে ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হন শারাপোভা।
ডোপ পাপের কারণে ১৫ মাস নিষিদ্ধ থাকার পর এপ্রিলে কোর্টে ফেরেন শারাপোভা। প্রত্যাবর্তনের পর এটাই তার প্রথম গ্র্যান্ডস্লাম।
২০০৬ সালের চ্যাম্পিয়ন শারাপোভা দ্বিতীয় রাউন্ডে হাঙ্গেরির তিমিয়া বাবোসের মুখোমুখি হবেন। র্যাঙ্কিংয়ের ১৪৬ নম্বর তারকা হিসেবে ইউএস ওপেনে খেলতে আসেন মারিয়া।
আকাশ নিউজ ডেস্ক 
























